প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে টাঙ্গাইলে উন্নয়ন মেলা উদ্বোধন করলেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৩ পিএম, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮ | ৫৫২

টাঙ্গাইলে তিনদিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল জেলা সদর মাঠে এই উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।পরে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আলাউদ্দিন, টাঙ্গাইলের সরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ারা বেগম, টাঙ্গাইল জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আসলাম খানসহ সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলায় জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের শতাধিক স্টল অংশগ্রহণ করে। মেলায় বিভিন্ন স্টলে সরকারি দপ্তরগুলোর উন্নয়ন মূলক কার্যক্রমের তথ্য উপস্থাপন করা হয়।