টিকা নেওয়ার দুই মাস পর মির্জাপুরে স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৮ এএম, শনিবার, ১০ এপ্রিল ২০২১ | ১২০১

টিকা নেওয়ার দুই মাস পর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলপা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ডা. মাকসুদা খানম গত ৮ ফেব্রুয়ারী মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্র থেকে করেনার টিকার প্রথম ডোজ গ্রহন করেন। দ্বিতীয় ডোজ টিকার সময় হলেও তিনি এখনো নেননি। গত কয়েকদিন ধরে তার করোনার উপসর্গ দেখা দিলে শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরীক্ষার জন্য নমুনা দেন। নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে।

ডা. মাকসুদা খানম বলেন, করেনা উপসর্গ দেখা দেওয়ায় সকালে অফিসে গিয়ে নমুনা দিয়েছি। কিছুক্ষনের মধ্যে নমুনা পরীক্ষার ফল পজেটিভ হয়েছে বলে তিনি জানতে পারেন। মির্জাপুর সদরে নিজ বাসায় আইসোলেশনে থাকবেন বলে তিনি জানান।