মির্জাপুরে লকডাউনের বিপক্ষে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮ পিএম, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ | ১০৬৭

টাঙ্গাইলের মির্জাপুরে দ্বিতীয় দিনে লকডাউনের বিপক্ষে ব্যাবসায়ীরা নির্বিঘ্নে বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার বেলা বারটার দিকে মির্জাপুর বাজারে তারা এই বিক্ষোভ মিছিল করে।

চলমান লকডাউনের দ্বিতীয় দিনে মির্জাপুর বাজারের প্রায় দুই শতাধিক ব্যাবসায়ী মসজিদ মার্কেটের সামনে সমবেত হয়ে লকডাউনের বিপক্ষে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে পুরাতন বাসস্ট্যান্ডে মিলিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

মিছিলটি পূনরায় কলেজ রোডে এসে সিঙ্গাপুর মার্কেটের সামনে মিলিত হয়। এসময় লন্ডন স্টুডিউর মালিক মো. আলম মিয়া ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। লকডাউন না মেনে তিনি সকল ব্যাবসায়ীকে তাদের ব্যাবসা প্রতিষ্ঠান খোলার আহবান জানান।

মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী বরেন, বাজারের কিছু বসংখ্যক ব্যাবসায়ী তার অজান্তে এই মিছিলটি বের করে। তিনি বলেন আগে জীবন বাচাতে হবে তারপর ব্যাবসা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিলের খবর পেয়েছি। ব্যবসায়ী নেতাদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।