নাগরপুরে স্মরনিকা চেতনায় বহমান এর মোড়ক উন্মোচন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪২ পিএম, শুক্রবার, ২৬ মার্চ ২০২১ | ৪৩৫

টাঙ্গাইলের নাগরপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মরনিকা চেতনায় বহমান ২০২১ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সুজায়েদ হোসেন সম্পাদিত ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ নাগরপুর শাখার  উদ্যোগে এ স্মরনিকার মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ।

শুক্রবার সকালে উপজেলা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, সামিনা বেগম শিপ্রা, ওসি আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী প্রমুখ।