পঞ্চগড়ে প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৫ এএম, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ | ৪২৯
পঞ্চগড়ে সরকারি নির্ধারিত দামের চেয়ে পাম তেলের বোতলে দাম বেশি রাখাসহ বিএসটিআই নির্ধারিত পরিমাপের চেয়ে তেলের পরিমান বোতলে কম থাকায় ভোক্তা অধিকার কর্তৃক ইসলাম অয়েল এন্ড ফ্লাওয়ার মিল নামে এক প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
সোমবার (২২ মার্চ) দুপুরে পঞ্চগড় সদর  উপজেলার রাজনগর এলাকায় বাজার তদারকি অভিযানে এই জরিমানা করেন পঞ্চগড় জেলা ভোক্তা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
 
জানা যায়, রাজনগর এলাকায় বাজার তদারকির অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে পাম তেলের বোতলে দাম বেশি রাখায় এবং বিএসটিআই নির্ধারিত পরিমাপের চেয়ে তেলের পরিমান বোতলে কম থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ও ৪৮ ধারার লঙ্ঘন ঘটায় ইসলাম অয়েল এন্ড ফ্লাওয়ার মিল কে প্রশাসনিক ব্যবস্থায় ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।