টাঙ্গাইলে এসপি’র সাক্ষাতকারের সময় সাংবাদিকের মোবাইল চুরি

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭ পিএম, রোববার, ২১ মার্চ ২০২১ | ৫৮৬

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সাক্ষাতকার নেওয়ার সময় সাংবাদিক মেহেদী হাসান মৃদুলের মোবাইল ফোন চুরি হয়েছে।

রোববার (২১ মার্চ) পৌনে ১২ টার সময় শহরের নিরালার মোড় থেকে তার মোবাইল ফোন চুরি হয়। মেহেদী হাসান মৃদুল বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি।

মেহেদী হাসান মৃদুল জানান, রোববার সকাল ১১ টায় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নেতৃত্বে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার বিতরণসহ সচেতনামূলক প্রচারণা শুরু করে জেলা পুলিশ। কাজ শেষে পুলিশ সুপারের সাক্ষাতকার নেওয়ার সময় পাশ থেকে কে বা কারা তার প্যান্টের সামনের পকেট থেকে মোবাইল নিয়ে যায়। প্রথমে তিনি মনে  করেছিলেন সাংবাদিকদের মধ্যে কেউ নিছে। পরে মোবাইলটি আর তিনি পাননি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরীর প্রস্তুতি চলছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, সাধারণ ডায়েরী করার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।