কালিয়াকৈরে ১০জন ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার


গাজীপুরের কালিয়াকৈর ও সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০জন ভূয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে র্যাব—৪ এর সদস্যরা।
থানা সূত্রে জানা যায়, কালিয়াকৈর ও সাভারের আশুলিয়ায় একটি সংঘবদ্ধ ডাকাতচক্র বিভিন্ন বাসাবাড়ি ও যাত্রীবাহী বাসে ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে কালিয়াকৈর ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০জনকে আটক করে র্যাব—৪ এর সদস্যরা।
এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার,একটি অটোরিকশা,তিনটি ওয়াকিটকি,একজোড়া হ্যান্ডকাফ,একটি বেতের লাঠি ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করে।আটককৃতরা হলো বগুড়া জেলার আশরাফুল ইসলাম (৩২),শেরপুর জেলার রুবেল মিয়া(৩০) কিশোরগঞ্জ জেলার আফিকুজ্জামান শরিফ (৩৮), নেত্রকোণা জেলার রফিকুল ইসলাম (৩০), গোপালগঞ্জ জেলার রাসেল মুন্সি(৩০), নড়াইল জেলার রুবেল মুন্সি (৩২), শেরপুর জেলার সাকিব(১৯) জামালপুর জেলার ইউসুফ আলী (২৫),কুষ্টিয়া জেলার আবু তাহের (৩৮) ও টাঙ্গাইল জেলার সুমন মিয়া (২৩)।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মো: মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে চুরি ছিনতাই ও ডাকাতিসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।