পাকুল্যা বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ভষ্মিভুত ১০ দোকান

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, রোববার, ১৪ মার্চ ২০২১ | ৪৫২

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাকুল্যা বাজারের ব্যবসায়ী মনোরঞ্জন সাহার মুদি দোকানের সামনে থাকা তেলভর্তি ট্রাকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে বাজারের দশটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।

সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল করিম।

তিনি জানান,মির্জাপুর ফায়ার স্টেশনের তিনটিসহ মোট ৫টি ইউনিটের সদস্যরা আগুন নেভাতে কাজ করছে।

স্থানীয়রা জানান, তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালান লোকজন। তবে মুহুর্তের মধ্যে আগুন মনোরঞ্জনের মুদি দোকান ও ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেলের বাংলো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আগুনে মনোরঞ্জনের দুই কর্মচারী পাকুল্যা গ্রামের চন্ডী রাজবংশীর ছেলে পপ রাজবংশী ও মনিন্দ্র রাজবংশীর ছেলে আনন্দ রাজবংশী মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাদের ঢাকায় নেয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসকর্মীরা।