মির্জাপুরে ৭ মার্চ পালিত


টাঙ্গাইলের মির্জাপুরে নানা কর্মসুচীর মধ্য দিয়ে ৭ মার্চ পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিলো উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জানা গেছে, দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সকাল দশটায় মুক্তির মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এগারোটায় মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, আজহারুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন মনি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
পরে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে উপস্থিত শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনানো হয়।
বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ক্রীড়া সংস্থার ভবনের সামনে এবং মির্জাপুর থানার উদ্যেগেও ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে।
০১৭১২৭৩৮৫৩৮