সলিমাবাদ ইসলাম জ্যোতি স্পোটিং ক্লাবের নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২০ পিএম, শনিবার, ৬ মার্চ ২০২১ | ৬১৬

টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইসলাম জ্যোতি স্পোটিং ক্লাবের নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও সলিমাবাদ প্রিমিয়ার লীগ (এস পি এল. টি- ২০) দশম আসরের  খেলা ২০২১  উদ্ধোধন করা হয়েছে।

শনিবার সকালে সলিমাবাদ ইসলাম জ্যোতি স্পোটিং ক্লাব মাঠে এ খেলার উদ্ধোধন করা হয়।

মো. কোহিনুর ইসলামের পরিচালনায় আসরের প্রথম দিনের খেলায় সালাম এন্টার প্রাইজ বনাম  বীর মুক্তিযোদ্ধা আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয়  অংশ গ্রহণ করে।

সলিমাবাদ ইসলাম জ্যোতি স্পোটিং ক্লাবের নব-নির্বাচিত সভাপতি মহিদুল আলম খান কনক এর সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আতিকুর রহমান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. দাউদুল ইসলাম দাউদ, মো.ওয়াদুদুর রহমান (বাদলু), মো. আজিজুল হক মিয়া (সেলিম রেজা), মো. ওবাইদুর রহমান তালুকদার (রুবেল), মো. আমিনুর রহমান, মো. আশফাকুর রহমান হারুন প্রমুখ।