টাঙ্গাইল পৌরসভার অধিকাংশ রাস্তায় জলাবদ্ধতা

স্টাফ রিপোটার
প্রকাশিত: ০৭:৪১ পিএম, শনিবার, ১২ আগস্ট ২০১৭ | ৭২৭

বৃষ্টির পানিতে সারাদেশের ন্যায় টাঙ্গাইল শহরের অনেক রাস্তাই প্লাবিত হয়েছে।

বিশেষ করে পৌরসভার রাস্তা গুলোতে দেখা দিয়েছে বেশি জলাবদ্ধতা। টাঙ্গাইল পৌরসভার দেওলা, কোদালিয়া, সাবালিয়া, বেতকা, থানাপাড়া, বাজিতপুর, কলেজ পাড়া, বটতলা, হাজেরা ঘাট হতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনের রাস্তা সহ আরো বিভিন্ন এলাকার রাস্তায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।

এসব এলাকার এলাকাবাসী ও ভূক্তভোগীদের অভিযোগ প্রয়োজনীয় পানি নিস্কাশনের ব্যাবস্থা না থাকার কারনে দেখা দিয়েছে এই জলাবদ্ধতা।

এসব এলাকার ভূক্তভোগী মানুষ, দেওলার সেলিম,বাবলু কোদালিয়ার লাবন সিকদার,আবুল বেতকার জুয়েল আদি টাঙ্গাইলের সামসুর রহমান মিলন,কলেজ পাড়ার পিন্টু হাজেরা ঘাট এলাকার অটো চালক জমির উদ্দিন ও ভূক্তভোগী আরো অনেকের সাথে কথা বলি।তাদের অধিকাংশ লোকের অভিযোগ এসব এলাকার খালগুলো অবৈধ দখল হয়ে যাওয়া এবং প্রয়োজনীয় ড্রেন না থাকার কারনে ঝমে থাকা বৃষ্টির পানি কোন দিকে যেতে পারে না।

টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস (নোমান) এর সাথে আমরা কথা বলি। তিনি আমাদেরকে জানায় দেওলা, কোদালিয়া এলাকার রাস্তা ও ড্রেনের কাজ চলছে এবং নতুন বাস ষ্ট্যান্ড থেকে কান্দিলা যাওয়ার রাস্তাটির কাজ দ্রুত শুরু করা হবে।

এবং পৌরসভার অন্যান্য এলাকার জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় ড্রেনেজ ব্যাবস্থা অতি দ্রুত গ্রহন করা হবে। তিনি আরো বলেন অবৈধ ভাবে দখল হয়ে যাওয়া খাল ও খাস জমি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকা বাসীদেরও প্রত্যাশা অতি দ্রুত এই পানি নিস্কাসনের ব্যবস্থা করা হোক।