সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে ঘাটাইলে মানববন্ধন


নোয়াখালীর কোম্পানীগঞ্জে গুলিবিদ্ধ করে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাব।
বুধবার (২৪ ফ্রেরুয়ারি) উপজেলা পরিষদের সামনে ঘাটাইল প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় ঘাটাইল প্রেসক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও সাধারণ জনসাধারন এতে অংশ নেয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল,এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি, দৈনিক আমার সংবাদের ঘাটাইল প্রতিনিধি ও ঘাটাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, দৈনিক প্রত্রিকার ঘাটাইল প্রতিনিধি ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সবুজ সরকার, কোষাধ্যক্ষ ও দৈনিক আলোকিত সকালের ঘাটাইল প্রতিনিধি মো.হেলাল তালুকদার, সদস্য ও দৈনিক ভোরের পাতা ঘাটাইল সংবাদদতা আল আমিন হোসেন বিপ্লব,দৈনিক আমার প্রাণের বাংলাদেশের ঘাটাইল প্রতিনিধি মো. রকিবুল হাসান,দৈনিক আমার সময় ঘাটাইল প্রতিনিধি মোঃ আল -আমীন রহমান ঘাটাইল ডট কমের সম্পাদক সারোয়ার জাহান, ঝিনাই সম্পাদক নজরুল ইসলাম চান, কবি ও লেখক সালাম চান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় সংসদের সদস্য খোরশেদ আলম, ঘাটাইল উদীচীর সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক মাসুদ প্রমুখ। এসময় বক্তারা সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।