গঙ্গায় সৃজিত-মিথিলার রোমান্স

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ | ৫১২
কাজে হাজারো ব্যস্ততা, তবুও তার মাঝে স্ত্রী ও মেয়ের সঙ্গে সময় কাটানোর সুযোগ ছাড়েন না পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সম্প্রতি স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে গঙ্গা ভ্রমণে গিয়েছিলেন পরিচালক।
পরিচালক স্বামী সৃজিতের সঙ্গে গঙ্গা ভ্রমণের নানান মুহূর্ত ওঠে এসেছে অভিনেত্রী ও সমাজকর্মী মিথিলার ফেসবুক পেজে।

গঙ্গা ভ্রমণের ছবিগুলো দুটি ধাপে পোস্ট করেছেন মিথিলা। সোমবার (৮ ফেব্রুয়ারি) বেশকিছু ছবি পোস্ট করে মিথিলা ক্যাপশনে লেখেন, 'Ganga kinaare...'। মঙ্গলবার আরও কিছু ছবি দিয়ে মিথিলা লেখেন, 'More from the Ganges and Howrah Bridge'।