নাগরপুরে এনআরবিসি ব্যাংকের শীতবস্ত্র বিতরণ


টাঙ্গাইলের নাগরপুরে শীতার্ত মানুষের মাঝে এনআরবিসি ব্যাংক নাগরপুর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনআরবিসি ব্যাংক টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক মো. দিলদার হোসেন, নাগরপুর শাখার ইনচার্জ মিলন কুমার মজুমদার, সহবতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান, বেকড়া ইউপি সাবেক চেয়ারম্যান খান মো. আসাদুজ্জামান কিছলু, গয়হাটা ইউপি সাবেক চেয়ারম্যান ও ভবন মালিক মো. হারুন অর রশিদ, বিশিষ্টি ব্যবসায়ী দিলীপ কুমার সাহা সহ ব্যাংকের গ্রাহকবৃন্দ। অতিথিরা এনআরবিসি ব্যাংকের পক্ষ থেকে ১ শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।