ঘাটাইলে পরিত্যক্ত জলাশয় খনন কাজের উদ্বোধন


টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের জলাশয় সংস্কারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় পরিত্যক্ত জলাশয় খনন কাজ শুরু হয়েছে।
শনিবার (২৩শে জানুয়ারি) সকালে উপজেলার লক্ষিদর ইউনিয়নে এ কাজের উদ্বোধন করেন মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো.আলিমুজ্জামান চৌধুরী।
এসময় টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা মো.গোলাম কিবরিয়া, ঘাটাইল উপজেলা মৎস্য কর্মকর্তা (অতি:দা:) মো.আনিছুর রহমান মিয়া, উপসহকারী প্রকৌশলী জেলা মৎস্য কর্মকর্তা লক্ষিন্দর খাল পুকুল পুন:খনন প্রকল্পের সুফল ভুগী সদস্যের দলনেতা মো.রাজু আহম্মেদ,সন্ধানপুর দিঘী পুন:খনন প্রকল্পের সুফল ভুগী সদস্যের দলনেতা মো.মোস্তাফিজুর রহমান রানা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জনপ্রতিনিধি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
প্রকল্প পরিচালক পরে ঘাটাইল উপজেলার বিভিন্ন খাল জলাশয় খাসজমিনে পরিশর্দন করেন।
এসময় তিনি বলেন, বাস্তবায়ন যোগ্য পুনখনন কাজ অতিদ্রুত সম্পন্ন করা হবে।