মির্জাপুরে স্বপ্নের ঠিকানা পাচ্ছেন ২৩৭ গৃহহীন পরিবার


প্রকৃতির সঙ্গে লড়াই করে যাদের বসবাস। আজ এখানে কাল ওখানে, আশ্রিত হয়ে জীবনের অনেকটা সময় যারা পার করে এসেছেন তাদের জীবনে হঠাৎ আলোর ঝলকানি হয়ে এলো স্থায়ী নিবাসের খবর। টাঙ্গাইলের মির্জাপুরে ২৩৭ গৃহহীন পরিবার পাচ্ছে এই স্থায়ী নিবাসের ঠিকানা।
মুজিব বর্ষে টাঙ্গাইলের মির্জাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার পাচ্ছেন ২৩৭ গ্রহহীন পরিবার। এরমধ্যে শনিবার (২৩ জানুয়ারি) ৪০ পরিবার তাদের গৃহ বুঝে পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পরই গোড়াই ও তরফপুর এলাকায় নির্মিত এই গৃহ বুঝিয়ে দেওয়া হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। বাকি গৃহ গুলো পর্যায়ক্রমে দেওয়া হবে বলে সূত্র জানিয়েছে।
এদিকে সরকারের এক সচিব দুইটি, স্থানীয় সাংসদ মো. একাব্বর হোসেন, উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তারা মিলে একটি করে ঘর দিবেন বলে জানা গেছে।
উপজেলার আদাবাড়ি গ্রামের জামেলা বেগম বলেন, নিজের আশ্রয় না থাকায় জীবনের অনেকটা সময় ভাইদের আশ্রয়ে কেটে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। যতদিন বেচে আছি এই স্বপ্নের ঘরেই থেকে যাবো। তিনি আরো বলেন আমাদের আশ্রয় দাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন দীর্ঘজীবী হন।
তরফপুর গ্রামের জামাল বেপারী বলেন, অন্যের জায়গায় ঘর তুলে থাকতেছি। কোনদিন নিজের ঘর হবে ভাবিনি। মানবদরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তা হইতেছে। আল্লাহ্ যেন তাকে ভাল করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, উদ্বোধনের দিন শনিবার ৪০ গ্রহহীণ পরিবার তাদের ঘর বুঝে পাবেন। বাকিদের পর্যায়ক্রমে দেওয়া হবে।