মির্জাপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী নির্বাচনী সভায় পরিণত


টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী দুই ভাগে বিভক্ত হয়ে পালন করলেও পুরো অনুষ্ঠান নৌকার বিজয়কে তরান্নিত করার সভায় পরিনত হয়। বক্তারা তাদের বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মির্জাপুরে নৌকার বিজয়ের মাধ্যমে আওয়ামীলীগের ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে ভুমিকা রাখার আহবান জানান হয়। তারা আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে ছাত্রলীগকে প্রধান ভুমিকা পালনের আহবান জানান।
মির্জাপুর কলেজ মাঠ থেকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি র্যালী বের হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এরপর কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের ও জেলা যুবলীগের সহ-সভাপতি খান আহম্মেদ শুভ, সৈয়দ ওয়াহীদ ইকবাল, সিরাজুল ইসলাম সিরাজ, মাসুদ রানা মাসুম,আবু সাইদ, সেলিম শিকদার প্রমুখ।
ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপ মির্জাপুর এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালি বের করে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে স্বুল মাঠে গিয়ে শেষ হয়।
সেখানে ওই গ্রুপে সভাপতি খন্দকার নাইম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ মো. একাব্বর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, সরকার হিতেষ চন্দ্র পুলক, অধ্যাপক দুর্লভ বিশ্বাস প্রমুখ্