মির্জাপুরে দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন


টাঙ্গাইলের মির্জাপুরে দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার নগরভাতগ্রাম ও বরটিয়াতে স্থানীয় সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এই ভিত্প্রিস্তর স্থাপন করেন।
প্রকল্প দুটি হল কালামপুর বাসস্ট্যানড-কাউলিপাড়া-বালিয়া-উয়ার্শী-মির্জাপুর(আর-৫০৩) আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন এবং মির্জাপুর-বারিন্দা-নাগরপুর (জেড-৪০০৮) জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ রিজাউল হক দিপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, আজাহারুল ইসলাম, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত, উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহেল বাকি, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।
২১ কোটি টাকা ব্যয়ে কালামপুর বাসস্ট্যানড-কাউলিপাড়া-বালিয়া-উয়ার্শী-মির্জাপুর(আর-৫০৩) আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন এবং ৩৩ কোটি টাকা ব্যয়ে মির্জাপুর-বারিন্দা-নাগরপুর জেড-৪০০৮) জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প দুটি বাস্তবায়ন করবে টাঙ্গাইল সড়ক বিভাগ।