ঘাটাইলে ৪দিন ধরে অটোসহ চালক নিখোঁজ

ঘাটাইল ( টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৩ এএম, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ | ৪১৪
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পূর্ব- পাকুটিয়া গ্রামের হত দরিদ্র অটো চাকল বেলায়েত হোসেন ৪ দিন যাবত নিখোঁজ রয়েছেন। গত চার দিনেও পরিবারের লোকজন তার সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার পরিবার ও স্বজনরা।
 
পরিবারের এক মাত্র উপার্জনক্ষম বেলায়েত হোসেন(৫৫) পূর্ব- পাকুটিয়া গ্রামের মৃত  সাবেদ মুন্সির ছেলে।থানায় জিডি,পরিবার ও এলাকাবাসি জানান,বেলায়েত হোসেন অত্যান্ত সহজ স্বরল ও সাদামাঠা  মানুষ ছিলেন।সে ভাড়াকরা অটো রিক্সা চালিয়ে ৬ সদস্যর পরিবার পরিজন নিয়ে দু- বেলা দু- মুঠো ডাল ভাত খেয়ে জীবিকা নির্বাহ করতেন।
 
গত (৮ জানুয়ারী) বেলা ১১ টার সময় পাকুটিয়া বাজার থেকে অটো ভর্তি যাত্রী নিয়ে মধুপুরের উদ্দ্যেশ্য রিজার্ভে রওনা হয়ে সন্ধা গড়িয়ে রাতে সে বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন বিচলিত হয়ে পড়ে।তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় বিভিন্ন আত্নীয় স্বজনদের বাড়িতে খোজ খবর নিয়েও তাকে খুজেঁ না পেয়ে পুরোপুরি অসহায় হয়ে পড়ে পরিবারটি।গত চার দিন হয়েগেলেও এখনো হতভাগ্য বেলায়েত হোসেন বাড়িতে ফিরে না আসায় পরিবারটি অত্যান্ত মানবেতর জীবন যাপন করছেন।
 
প্রতিবেশি আরজু মৃধা জানান বেলায়েত ভাই খুব সহজ সরল মানুষ ছিলেন।তার সাথে কারও ঝগড়া বিবাদতো দুরের কথা আজ পর্যন্ত কারোও সাথে কথা কাটা কাটি হতে দেখিনাই।হঠাৎ কোথা থেকে কি হয়েগেল বুঝতে পারছি না।
 
এ ব্যাপারে দেউলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম খান বলেন,বেলায়েত খুব ভাল মানুষ ছিলেন।কি ভাবে কি হলো বুঝতে পারছিনা।তাকে খুঁজে বের করার জন্য সকল ধরনের প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে।থানায় জিডিও করা হয়েছে।
 
ঘাটাইল থানার এস আই রেজাউল ইসলাম বলেন নিখোঁজ বেলায়েতের ছেলে জামাল হোসেন আজ ঘাটাইল থানায় একটি জিডি করেছেন।তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।