ভিক্টোরিয়া রোড মালিক সমিতির সাবেক সভাপতি
সরফরাজ আলী খান অমুল্য স্মরণে আলোচন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


ভিক্টোরিয়া রোড মালিক সমিতির সাবেক সভাপতি সরফরাজ আলী খান অমুল্য স্মরণে এক আলোচন সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় সমিতির কার্যালয়ে । রবিবার ১০ জানুয়ারী বাদ আছর এ আলোচন সভা ও দোয়া মাহফীল অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় সরফরাজ আলী খানের জীবন নিয়ে আলোচনা করেন সমিতির কার্যনির্বাহী সদস্য আতোয়ার রহমান জিন্নাহ ও দপ্তর সম্পাদক মো: মতিউর রহমান ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান খান সোহেল, সমিতির সহ-সভাপতি মো: তালেবুর রহমান,দুলাল চন্দ্র সাহা ও মো: জাহাঙ্গীর আলম জাহিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহমুদ সালেহ শাহী, প্রচার সম্পাদক মো: শহিদুল ইসলাম ও সমিতির ব্যাবসায়ীরাসহ মরহুমের পরিবারের সদস্যরা ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফীল অনুষ্ঠিত হয় । এসময় মরহুমের বিদেহী আত্মার শান্তির জন্য মোনাজাত করা হয় ।
উল্লেখ্য যে, গত ২৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ভিক্টোরিয়া রোড মালিক সমিতির সাবেক সভাপতি সরফরাজ আলী খান অমুল্য তার থানাপাড়াস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন ।