ঘাটাইল সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৯:৪১ এএম, সোমবার, ১১ জানুয়ারী ২০২১ | ৪৪৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিবিশনের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল তৌহিদুর রহমান ও আলী রেজা মো. আসাদুজ্জামানসহ সেনাবাহিনীর অন্যন্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এ ম্যারাথনে প্রায় সেনাবাহিনীর ১ হাজার সামরিক ও বেসামরিক সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।

একই সাথে বঙ্গবন্ধু সেনানিবাসেও ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বঙ্গবন্ধু সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল এস এম আছাদুল হকসহ সেনাবাহিনীর অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।