ভোলায় ইয়াবা সহ আটক এক

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২১ পিএম, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১ | ৪২৯

ভোলা সদর উপজেলায় ৩০ পিচ ইয়াবা সহ মো. দেলোয়ার (৩৫) নামের এক মাদক বিক্রেতা আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

শুক্রবার(৮জানুয়ারী) বিকাল ৫ টার দিকে ভোলা সদর থানার আলীনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. দেলোয়ার ভোলা সদর থানার আলীনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মজিবল মোল্লার ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম বলেন, শুক্রবার বিকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ভোলা সদর থানার আলীনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. দেলোয়ার নামে এক ব্যাক্তিকে ৩০পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে।

আটককৃত দেলোয়ারের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।