নাগরপুরে জাগো মানবতার শীতবস্ত্র বিতরণ


টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক সংগঠন জাগো মানবতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।
শুক্রবার সকালে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপাড়া আব্দুর রশিদ স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরন করা হয়।
সংগঠনটি ৩৫০ টি হতদরিদ্র ও নদী ভাঙ্গা পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ।
বিতরণ অনুষ্ঠানের জাগো মানবতার সভাপতি মো. দিদারুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঘুনিপাড়া আব্দুর রশিদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল মিলন, জাগো মানবতার সহ সভাপতি শাহীদুল ইসলাম শাহী, মো. এরশাদ মিয়া, সাধারণ সম্পাদক মো. আশাফুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক মো. সুজায়েত আল মামুন, সদস্য আলমগীর খান আশিক, সুমন শিকদার, বরকত সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণ কালে জাগো মানবতার আয়োজনে উপস্থিত জনতা যমুনা নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মানের দাবীতে এক মানববন্ধ করে।