পিতার জন্মদিনে মানব সেবার নতুন মাত্রা যোগ

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২২ পিএম, সোমবার, ১ জানুয়ারী ২০১৮ | ৫৯৪

পিতার জন্মদিন পালন কররেন মানব সেবার নতুন মাত্রা যোগ করে।দানবীর রণদা প্রসাদ সাহার পুত্র ভবানি প্রসাদ সাহা রবির জন্মদিন উপলক্ষে তার পুত্র রাজিব প্রসাদ সাহা কিডনী রোগে আক্রান্তদের স্বল্প খরচে চিকিৎসা দিতে কুমুদিনী হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট চালু করেছেন।

সোমবার দুপুরে নতুন এই ইউনিটের উদ্বোধন করেন কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক (শিক্ষা) ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, কুমুদিনী হাসপাতালের কর্মসূচি উপদেষ্টা ডা. এস এম শহিদুল্লাহ প্রমুখ।

উদ্বোধনী দিনে নতুন স্থাপিত ইউনিটে কিডনি ডায়ালাইসিস করান মির্জাপুর বাজারের বাসিন্দা আমিনা খাতুন। এ সময় আমিনা খাতুনের ছেলে সুহার্তো বলেন, দীর্ঘ এগারো মাস ধরে তার মা কিডনি রোগে আক্রান্ত। প্রতি পনের দিন পরপর তাকে ডায়ালাইসিস করাতে হয়। এতদিন ঢাকা-টাঙ্গাইল গিয়ে ডায়ালাইসিস করাতে হতো। অসুস্থ মাকে নিয়ে যাওয়া আসা করতে অনেক খরচ ও হয়রানি হতে হতো। আজ কুমুদিনী হাসপাতালে ডায়ালাইসিস করাতে পেরে হয়রানি কমে গেছে। এছাড়া টাকাও অনেক কম খরচ হয়েছে বলে তিনি জানান।

কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার বলেন, ৮৫০ শয্যার কুমুদিনী হাসপাতালে সার্জারি, অর্থপেডিকস, হার্ড, স্কীন, ডায়রিয়া, নারীর ও শিশু রোগীদের চিকিৎসা ব্যবস্থা থাকলেও কিডনি রোগে আক্রান্তদের কোন চিকিৎসার ব্যবস্থা ছিল না। বর্তমানে দেশে কিডনি রোগীর সংখ্যা উল্লেখ যোগ্য পরিমাণে বেড়ে গেছে। আর এর চিকিৎসাও অনেক ব্যয়বহুল। অন্য রোগীদের ন্যায় অল্প খরচে কিডনি রোগে আক্রান্তদের চিকিৎসা দিতে প্রাথমিক পর্যায়ে দুইটি ডায়ালাইসিস মেশিন দিয়ে এই ইউনিটের যাত্রা শুরু হল।