বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙার প্রতিবাদে মির্জাপুরে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ


কুষ্টিয়ায় রাতের আধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙার প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রবিবার দুপুরে মির্জাপুর উপজেলা ছাত্রলীগ এই কর্মসুচীর আয়োজন করে।
কলেজ রোডস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে পুরাতন বাস স্টেশনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবিদ হোসেন শান্ত, মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, ছাত্রলীগ নেতা শেখ রাসেল হাসান রকি, আবু বক্কর সিকদার, মোবারক হোসেন, ওয়াকিল আহমেদ ও মারুফ হাসান প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারর ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করা হয়।