আলহাজ্ব মুহাম্মদ মোজ্জামেল হক
পশ্চিম টাঙ্গাইলের মানুষ এক নৌকায় দাঁড়িয়েছে সে নৌকা হল রৌফের নৌকা


বিশিষ্ট শিল্পপতি ও জাতীয় পার্টির নেতা আলহাজ্ব মুহাম্মদ মোজ্জামেল হক বলেছেন পশ্চিম টাঙ্গাইলের সন্তোষ,অলোয়া,দিঘুলীয়া,সাকরাইল,পাতুলিপাড়া,বেরাডোমা,কাগমারা সহ রাবনা বাইপাসের মানুষ এক নৌকায় দাঁড়িয়েছে আর সে নৌকা হল এম. এ রৌফের নৌকা। এখানে আমরা সবাই একমত আছি। রৌফ ভাইয়ের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনি আপনার কর্ম চালিয়ে যান আপনার পশ্চিম এলাকার মানুষ একজোট আছে এক ভাবেই আপনাকে ভোট দিবে একটা ভোটও অন্য দিকে যাওয়ার কোন সুযোগ নেই। যদি প্রধানমন্ত্রী আপনার এই জন¯্রােত দেখে আপনাকে মনোনয়ন দেয় তাহলে অবশ্য আপনি মেয়র হিসাবে ঐ চেয়ারে বসবেন।
আজ শুক্রবার সন্ধ্যায় (২৭ নভেম্বর) আ’ লীগের মেয়র মনোনয়ন প্রত্যাশী এম. এ রৌফের পৌরসভার ৭ নং ওয়ার্ডে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন এলাকার স্বার্থে কোন রাজনীতির হিসাব নেই, এলাকার স্বার্থে আমরা তারই নির্বাচন করবো এবং তাকেই বিজয়ী করবো। তার জন্য যা কিছু করা দরকার আমার সবাই মিলে সেটা করব এটাই আমার প্রত্যাশা। আজকে যদি এই দেশে নিয়ম থাকতো যে আ’লীগের মেয়র প্রার্থী নির্ধারিত হবে টাঙ্গাইলের জনগনের ভোটে আমার মনে হয় এই পশ্চিম টাঙ্গাইলে মানুষ এম.এ রৌফকে প্রার্থী নির্বাচিত করতেন।
জেলা আ’ লীগের কৃষি বিষায়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিঞ্জু এর সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন আ’ লীগের মেয়র মনোনয়ন প্রত্যাশী ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. এ রৌফ, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা নবীন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জনিয়ার আব্দুর রশিদ, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল,মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবীড় পাল, ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শিবনাথ পাল,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাবু হরিপ্রদ সাহা,বারেক,তৌহিদ প্রমুখ।