মির্জাপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি শুরু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ | ৫৩০

‘ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীদের অবদান’ এই শ্লোগানকে সামনে রেখে বেতন বৈষম্য, গ্রেড প্রদান ও নিয়োগবিধি সংশোধনের দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্ক সামনে স্বাস্থ্য সহকারীরা এই কর্মবিরতি পালন করেন। এতে গ্রামীণ স্বাস্থ্য সেবা বন্ধ রয়েছে।

জানা গেছে, বাংলাদেশ হেলথ এ্যসিসস্ট্যান্ট এসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন ও বাংলাদেশ হেলথ ইন্সপেক্টর সেক্ট্রোরাল এসোসিয়েশন স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ ও স্বাস্থ্য সহকারীদের-১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে ২৬ নভেম্বর থেকে কর্মবিরতি ঘোষণা করেন। বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ হেলথ এ্যসিসস্ট্যান্ট এসোসিয়েশন মির্জাপুর উপজেলা শাখা স্বাস্থ্য কমপ্লেক্্েরর সামনে এই কর্মবিরতি পালন করেন।

এতে টিকাদান কর্মসুচী, স্বাস্থ্য শিক্ষা প্রদান, কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা প্রদান বন্ধ রয়েছে। এছাড়া আগামী ৫ জানুয়ারি থেকে হাম রোবেলা ক্যাম্পিং বর্জনের ঘোষণা দেয়া হয়েছে।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মো. উজ্জল মিয়া ও সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান জানান, ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, ২০১৮ সালে মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপনের ঘোষণা ও চলতি বছর ২০ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মবিরতি পালন করা হচ্ছে।