মমতাময়ী গ্রামীণ সোনার বাংলা পুষ্টি ও ভেজিটেবলস হাসপাতালের কম্বল বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৭ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২০ | ৫৪১

টাঙ্গাইলের মির্জাপুরে মমতাময়ী গ্রামীণ সোনার বাংলা পুষ্টি ও ভেজিটেবলস হাসপাতালের পক্ষ থেকে দুস্ত নারী পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। হাসপাতালের প্রতিষ্ঠাতা মো. বদর উদ্দিন বুধবার বিকেলে উপজেলার লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন ফিরিঙ্গীপাড়া চেয়ারম্যান বাড়ি মসজিদ মাঠে অর্ধশত নারী পুরুষের মধ্যে এই কম্বল বিতরণ করেন।

জানা গেছে, মির্জাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারি (অবসরপ্রাপ্ত) মো. বদর উদ্দিন তার মৃত স্ত্রী মমতার নামে গত ৬ মার্চ ফিরিঙ্গীপাড়া গ্রামে হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। হাসপাতালটিতে ৬০জন বয়স্ক দুস্ত নারী-পুরুষ, প্রতিবন্ধি ও এতিম সদস্য রয়েছে। তাদের প্রতি মাসে ৮টি ডিম, ৮টি কলা, ৪টি কমলা, ৪টি আপেল, বিভিন্ন প্রজাতির ফল ও দুধ কেনার জন্য প্রত্যেককে নগদ ১০০ টাকা করে দেয়া হয়। এছাড়া দুস্ত মৃত ব্যক্তিদের বাঁশ বাদে প্রয়োজনীয় সব দেয়া হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে হাসপাতালের সদস্য অর্ধশত নারী-পুরুষ ও প্রতিবন্ধিদের মধ্যে কম্বল বিতরণ করেন। এসময় অবসরপ্রাপ্ত শিক্ষক বেবুতি মোহন সরকার, আমিরুল ইসলাম, জিগির মাহমুদ, সমাজসেবক বিল্লাহ হোসেন, কাজী ফারুক আল মামুন, শারমিন সুলতানা ও লতিফপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড মেম্বার ফজল মিয়া, উপস্থিত ছিলেন।

হাসপাতালের প্রতিষ্ঠাতা মো. বদর উদ্দিন জানান, বিধবা দুস্ত নারী-পুরুষ, প্রতিবন্ধি ও এতিম শিশুদের সুস্থ ও সবল রাখতে স্ত্রী মমতার নামে ভিন্নধর্মী এই হাসপাতালটি করেছেন বলে তিনি জানান।