২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২৪১৯, মৃত্যু ২৮

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:২৫ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২০ | ৪৮২

দেশে এক দিনে আরো ২ হাজার ৪১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এসময় মৃত্যু হয়েছে আরো ২৮ জনের। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৪৯ হাজার ৭৬০ জন এবং এ রোগে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৪১৬ জন।

আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর কভিড-১৯ সংক্রমণ সম্পর্কিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ২ হাজার ১৮৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৬৪ হাজার ৬১১ জন হয়েছে।