বিন্দু বাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের
৯২ ব্যাচের পূর্নমিলনী ও রজতজয়ন্তী


টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিন্দু বাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ৯২ ব্যাচের শিক্ষার্থীদের পূর্নমিলনী ও রজতজয়ন্তী পালিত হয়েছে।
শনিবার বিদ্যালয়ের ৯২ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন এমপি, সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ প্রমুখ।