অগ্নিকান্ডে বাধা দেওয়ায় গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মির্জাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২০ | ৪১৬

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়িতে অগ্নিকার্ডে বাধা দেওয়ায় এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধু মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ওই গ্রামের জলিল মোল্লা, আরজু মিয়া, মামুন মিয়াসহ কয়েকজন শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ওই গৃহবধুর বাড়ির রান্না ঘর ও খড়ের গাদায় আগুন লাগায়। আগুন দেখে গুহবধু বের হয়ে আসলে ওই ব্যাক্তিরা তাঁর মুখ চেপে ধরে ধর্ষণ চেষ্টা করেন। এ সময় তাঁর ডাক চিৎকারে ঘর থেকে অসুস্থ স্বামী ও ছেলে (১১) বেরিয়ে আসলে ওই ব্যাক্তিরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

অভিযুক্ত জলিল মোল্লার মুঠোফোনে ফোন করলে তাঁর মেয়ে জানান, তার বাবা বাড়িতে নেই। ঘটনাটি সাজানো। ধর্ষণ চেষ্টার মত বয়স তাঁর বাবার নেই।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বিষয়টি পূর্ব শত্রুতার কারণে পরিকল্পিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।