মির্জাপুরে সামাজিক নিরাপত্তা কার্যক্রম জিটুপি শীর্ষক সেমিনার


মির্জাপুরে সামাজিক নিরাপত্তা কার্যক্রম জিটুপি (এ২ঢ়) পদ্ধতিতে বাস্তবায়ন: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মির্জাপুর উপজেলা সমাজ সেবা অধিদপ্তর এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.খায়রুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. শাহ আলম, মো. হাবিবুর রহমান, মির্জাপুর পৌর সভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম, ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, আজগানা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার, মহেড়া ইউপি চেয়ারম্যান মো. বাদশা মিয়া, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, অগ্রণী ব্যাংক মির্জাপুর শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ ও সোনালী ব্যাংক মির্জাপুর শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ্ আল মামুনসহ প্রমুখ।