বৃহত্তর পশ্চিম টাঙ্গাইলের জনগনের সমর্থন পেল এম.এ রৌফ

প্রয়োজনে জনগন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাব- মোজ্জাম্মেল হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫০ পিএম, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০ | ২৮২৮

টাঙ্গাইল পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী এম.এ রৌফ এর পক্ষে বৃহত্তর পশ্চিম টাঙ্গাইলের জনগনের পূর্ণ সমর্থন আছে বলে ঘোষণা দিয়েছেন জননেতা আলহাজ¦ মুহাম্মদ মোজ্জাম্মেল হক।

তিনি বলেন আমাদের বৃহত্তর পশ্চিম টাঙ্গাইলের জনগন তোমার সাথে আছে। তুমি এগিয়ে যাও টাকা লাগলে টাকা দিব, গাড়ি লাগলে গাড়ি দিব, প্রয়োজনে বৃহত্তর পশ্চিম টাঙ্গাইলের জনগন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাব ।

আজ শুক্রবার ৬ নভেম্বর সন্ধ্যায় দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে টাঙ্গাইল পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী এম.এ রৌফ এর নির্বাচনী আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মুহাম্মদ মোজ্জাম্মেল হক বলেন আমি গত ২০০৪ সালের পৌরসভার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করে ছিলাম সেদিন আমার বাবা মারা গিয়েছিলেন সকাল ১০টায় আর ভোট শুরু হয়েছিল সকাল ৮টায় এই দুই ঘন্টায় আমি ভোট পেয়েছিলাম দশ হাজার পাঁচশত ভোট শুধু মাত্র এই পশ্চিম টাঙ্গাইলের দিঘুলীয়া,কালীপুর,সারুটিয়া,সাকরাইল বেড়াডোমায়। সেদিন আমার আর নির্বাচন করা হয়েছিল না।

গত এমপি নির্বাচনে দলমত নির্বিশেষে আমরা বৃহত্তর পশ্চিম টাঙ্গাইলের জনগন বর্তমান এমপি ছানোয়ার হোসেনকে সমর্থন দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছিলাম। তেমনি আমাদের এলাকার আরেক কৃতিসন্তান পরিছন্ন রাজনীতিবিদ এম.এ রৌফ যদি মনোনয়ন পায় তাহলে আমরা তাকেও দলমত নির্বিশেষে বিজয়ী করবো।

তিনি আরোও বলেন আমাদের এই বৃহত্তর পশ্চিম টাঙ্গাইলের ভোটে মেয়র নির্বাচিত হয়। মেইন রোড হতে দিঘুলীয়া,কালীপুর,সারুটিয়া,সাকরাইল বেড়াডোমায়,কাগমারা,সন্তোষ,অলোয়া,এই সকল এলাকার ভোটেই বিজয়ী হয়।

টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল পৌরসভার মেয়র পদপ্রার্থী এম.এম রৌফ  এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন আমি কখন অন্যায় করি না, ছলতাচুরি করি না, আমি মানুষকে আশা দিয়ে মিথ্যা প্রচরনা করি না,  আমি যা সত্য তাই বলি ব্যক্তিগতভাবে আমি  ঝগড়া পছন্দ করি না এবং যারা ঝগড়া বিবাদ করে তাদের আমি নিরুৎসাহিত করি,আমি সে ভাবেই বড় হয়েছি। এবং ঐক্যবদ্ধ ভাবে থাকার আপ্রাণ চেষ্টা করি। আপনারা আমার জন্য আজকে যে ভাবে ঐক্যবদ্ধ হয়েছেন আমার দায়বদ্ধতা আরও বেড়ে গিয়েছে আরও আন্তরিকতা বেড়ে গিয়েছে।

তিনি আরও বলেন আপনারা জানেন আমাদের এলাকায় মাননীয় সংসদ সদস্য রয়েছে। যেদিন  তার মনোনয়ন নিয়ে নানা তালবাহানা শুরু হয়েছিল সে দিন এই খানেই আমরা একটা মিটিং করেছিলাম মোজ্জাম্মেল ভাই ছিল সে দিন ছানোয়ার ভাই দেখেছে এই বৃহত্তর দিঘুলীয়ার মানুষ কিভাবে ঐক্যবদ্ধ হয়েছিল সেই ঐক্যবদ্ধ থেকেই সাহস পেয়ে ছিল সেই সাহস থেকে আমাদের পথ চলা আরও শক্ত হয়েছিল। তাই বলতে চাই আমরা যদি সাহস করি আমরা যে ঐক্যবোধ হয়েছি আমি যে মেয়র প্রার্থী হয়েছি জনমত সৃষ্টি হলে অবশ্যই ছিনিয়ে আনতে পারবো।

আলোচনার সভার শুরুতেই দলে দলে শতশত নারী পুরুষ মিছিল নিয়ে জড়ো হতে থাকে। স্লোগানে স্লোগানে উৎসব মুখোর পরিবেশ পরিণত হয়।

এ সময় আরোও বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আলোকিতপ্রজন্ম এর উপদেষ্টা নাজমুল হুদা নবীন,টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কৃষি বিষায়ক সম্পাদক ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মিঞঞ্জু, দিঘুলীয়া ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার মির্জা মজিবুর রহমান জিন্নাহ্,বর্তমান কাউন্সিলর মীর মাঈনুল হোসেন লিটন, টাঙ্গাইল জেলা সে¦চ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও দিঘুলীয়া ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আনোয়ার সাদাৎ তানাক্কা, টাঙ্গাইল ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল কালাম আজাদ, পাক বাজার সমিতির সাধারণ সম্পাদক যোহেরুল ইসলাম প্রমুখ।