সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন

স্টার্ফ রিপোর্টার
প্রকাশিত: ০২:৫৩ পিএম, রোববার, ১ নভেম্বর ২০২০ | ৭৩৪

১ জানুয়ারি ২০২১ হতে জনগণের প্রত্যাশিত 'সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই(নিসচা) টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি সাজ্জাদুর রহমান খোশনবীশ-এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে কেন্দ্র ঘোষিত লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার প্রকাশনা সম্পাদক অধ্যাপক ডা. ফারহানা ইয়াসমিন, সদস্য কবি শামসুজ্জামান, অ্যাডভোকেট আল রূহীসহ সংগঠণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা। 

আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের কাছে আগামী ০১ জানুয়ারি ২০২১ সাল হতে 'সড়ক পরিবহন আইন ২০১৮' এর পূর্ণ বাস্তবায়নের জোর দাবি জানান।