নাগরপুরে মাসহিষ্টিরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে শিক্ষার্থীরা

নাগরপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩০ পিএম, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭ | ৫৮১

টাঙ্গাইলের নাগরপুরে ১৫জন স্কুল ছাত্রী মাসহিষ্টিরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহষ্পতিবার (১০জুলাই) দুপুরে উপজেলা সদরের নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমলেন্দু সোম রায় জানান, বেলা দেড়টার দিকে ৭ম শ্রেণীর ১৫ জন ছাত্রীর হঠাৎ করে পেট ব্যাথা, মাথাঘোরা ও অচেতন হওয়ার মতো ঘটনা ঘটে।

এতে বিদ্যালয়ে আতংক ছড়িয়ে পরে। এসময় আমি ও অন্যান্য শিক্ষকদের সহযোগীতায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।

এরা হচ্ছে শান্তা, রিদুয়ানা, সেতু, সুরভী, ঐশি, ফারজানা, চাদনী, আখি, রুপা, মিষ্টি, আলফি, রুকসানা, মীম, মুন্নি ও মাহমুদা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. এজাজুল করিম রুবেল জানান, ছাত্রীরা মাসহিষ্টিরিয়ায় আক্রান্ত হয়েছে।

এটা সাধারনত অতিরিক্ত গরম, ভয়-ভীতি থেকে হয়ে থাকে। তবে ভয়ের কিছু নেই এখন তারা সবাই শংকামুক্ত। এদের মধ্যে ৩জনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।