নাগরপুরে জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৭ পিএম, সোমবার, ১২ অক্টোবর ২০২০ | ৬৬১

টাঙ্গাইলের নাগরপুরে শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাগরপুর উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে সোমবার বিকেলে একটি র‌্যালী বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহ্ আলম হোসেন এর পরিচালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন, ,টাঙ্গাইল জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও টাঙ্গাইল জেলা আটো রিক্সা আটো টেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. আমিনুর রহমান আমিন, জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল-মামুন, উপজেলা রিক্সা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আনোয়ার হোসেন, আটো রিক্সা আটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখার সভাপতি সাইদুর রহমান সোহাগ প্রমূখ।

এ সময় উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।