সরিষাবাড়ীতে শহীদ নগর রেল স্টেশন চালুর দাবীতে মানববন্ধন ও স্মারকরিপি প্রদান

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০ | ৬৫০

জামালপুরের সরিষাবাড়ীর শহীদ নগর রেলস্টেশনে মাষ্টার নিয়োগ ও স্টেশনের কার্যক্রম চালু সহ আন্ত:নগর ট্রেন যাত্রা বিরতির দাবীতে বৃহস্পতিবার (৮অক্টোবর ২০)ইং দুপুরে শহীদ নগর রেল স্টেশনে স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকার সর্বস্তরের জনসাধারণ ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে।

এসময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব সহ বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন একাধিক কর্মকর্তাগন জামালপুর রেলওয়ে স্টেশন যাওয়ার পথে শহীদনগর বারইপটল রেলওয়ে স্টেশনে বিরতি করে মানববন্ধন কারীদের দাবী দাওয়া শুনেন।

এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীরা এই সেস্টশ চালু সহ অন্ত:নগর ট্রেন বিরতির দাবীতে স্মারকলিপি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পিংনা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামছুল হক সমু, বীরমুক্তিযোদ্ধা ইন্তাজ আলী, মজনু, আ: বারী, দেলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক বাদল, রজব আলী, আব্দুল খালেক, মজনু ও ছাত্রলীগ কর্মী শিপন, মুরাদ, রানা, মামুন সহ অন্যান্যরা। বক্তারা মানববন্ধনে তারাকান্দি বঙ্গবন্ধু সেতু সংযোগ রেল পথের শহীদ নগর বারইপটল রেলস্টেশনটিতে স্টেশন মাষ্টার দিয়ে স্টেশন পুনরায় চালু রেখে জামালপুর এক্সপ্রেস ট্রেন থামানোও ৫০ টি আসন দিয়ে জনসাধারণের চলাচলে সুবিধা করতে মাননীয় রেলমন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রীর জোর হস্তক্ষেপ করেন।

ছবির ক্যাপশন:- জামালপুরের সরিষাবাড়ীর শহীদ নগর বারইপটল রেলওয়েস্টেশনটি চালুর দাবীতে মানববন্ধন করছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলকাবাসী। ছবি: সংবাদদাতা।