দুই বছর পর বিয়ের খবর ফাঁস করলেন সুরভিন


গত ১১ ডিসেম্বর ইতালিতে তাসকেনি রিসোর্টে চুপিসারে বিয়ের কাজটি সেরে ফেলেছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। জানা গেছে- একই কাণ্ড নাকি ঘটিয়েছেন বলিউডের আরেক অভিনেত্রী সুরভিন চাওলা।
তাও আবার দুই বছর আগে। ২০১৫ সালের ২৮ জুলাই নর্থ ইতালিতে অক্ষয় থাক্কের নামে এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন সুরভিন। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্বামীর সঙ্গে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন বলিউডের এই অভিনেত্রী। বিয়ে প্রসঙ্গে সুরভিনের একটি ঘনিষ্ঠসূত্র জানান, ‘২০১৩ সাল থেকে শুরু হয় সুরভিন-অক্ষয়ের মন দেওয়া-নেওয়া। পরে ২০১৫ সালের ২৮ জুলাই নর্থ ইতালিতে চুপিসারে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।
যেখানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।’