টাঙ্গাইলে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোটার
প্রকাশিত: ০৭:২০ পিএম, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭ | ৪৮৯

টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা কক্ষে বৃস্পতিবার (১০ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্যান্ডিং বিষয়ে প্রচার কার্যক্রমের আওতায় নারীর ক্ষমতায়ন বিষয়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে ভিডিও কনফারেন্সর মাধ্যমে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন তথ্য সচিব মরতুজা আহমেদ।

এসময় তথ্য মন্ত্রনালয়ের গন যোগাযোগ অধিদপ্তরের মহা পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পেশার মহিলা নেতৃবৃন্দ তাদের সরকারী সেবাপ্রাপ্তিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বক্ত্যব্যের মাধ্যমে।

অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা কাজী আহাদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ বিভিন্ন পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।