টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৭:১৫ পিএম, রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০ | ৫১৮

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। 

সারা দেশের ন্যায় দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৭ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে দশটায় আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শহীদ উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা পুলিশের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, মানবাধিকার কর্মীগণ ও সমাজের বিভিন্ন পর্যায়ের সুধীজন।