হুয়াওয়ে’র গবেষণাকেন্দ্রে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ | ৪৫৯
চীন ভিত্তিক টেলিকমিউনিকেশন যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে’র একটি গবেষণাকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গবেষণাকেন্দ্রটি চীনের দক্ষিণ গুয়াংডং প্রদেশের দংগুয়ানে অবস্থিত।

সিনা ডটকমে একটি ভিডিও প্রকাশ করা হয়। উঁচু ভবন থেকে ভিডিওটি ধারণ করা হয়। এতে দেখা গেছে, গবেষণাগার থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। ফায়ারসার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়।

আগুনে কেউ হতাহত হয়নি। স্থানীয় সময় বিকেল সোয়া তিনটায় আগুন লাগে। হুয়াওয়ে’র অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্ট থেকে দেয়া এক বিবৃতিতে বরা হয়, ৪ টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।