চরফ্যাশনে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩১ পিএম, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ | ৫৪০

ভোলার চরফ্যাশন উপজেলায় বিল থেকে এক অজ্ঞাত(২৫)এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চরফ্যাশন পৌর ১নং ওয়ার্ডের সাইকেল গ্যারেজ বাবুলের বাড়ির পাশে বিল থেকে এই যুবতীর লাশ উদ্ধার করা হয়।

চরফ্যাশন থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে চরফ্যাশন পৌর ১নং ওয়ার্ড এলাকায় বিলের মধ্যে অজ্ঞাত এক যুবতীর লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

চরফ্যাশন থানার অফিসার ইন চার্জ(ওসি) মো.মনিরুল হোসেন মিয়া এই তথ্য নিশ্চিত করে বলেন,যুবতী বোকরা পড়া ও গলায় ওড়না পেচানো ছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে যুবতীকে গলায় ওড়না পেচিয়ে অজ্ঞাত আসামীরা শ্বাসরোধ করে হত্যা করেছে।

এ ঘটনায় চরফ্যাশন থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে তার পরিচয় একনো নিশ্চিত হওয়া যায়নি।