ধলেশ্বরী উপজেলায় বানাইল ও আনাইতারা ইউনিয়নকে সংযুক্ত করার প্রতিবাদে মানববন্ধন

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০১:১২ পিএম, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ | ৪৩৪

তথাকথিত ধলেশ্বরী উপজেলায় মির্জাপুর উপজেলার বানাইল ও আনাইতারা ইউনিয়নকে সংযুক্ত করার প্রতিবাদে সর্বদলীয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখন্ড বাজারে সর্বদলীয় সংগ্রাম পরিষদ এই বিক্ষোভ সমাবেশে আয়োজন করে।

সমাবেশে বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, বানাইল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন খান, আনাইতারা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, জার্মুকী ইউপি চেয়ারম্যান আলী এজাজ চৌধুরী রুবেল, মির্জাপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সালমা সালাম উর্মী, সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহবায়ক আব্বাস বিন হাকিম ও সদস্য সচিব এডভোকেট আনিসুর রহমান হুমায়ুন।

উল্লেখ্য, নাগরপুর, দেলদুয়ার ও মির্জাপুর উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে ধলেশ্বরী উপজেলা নামে একটি নতুন উপজেলা করার পরিকল্পনা করছে সরকার। মির্জাপুর উপজেলার বানাইল ও আনাইতারা ইউনিয়নবাসী ঐ নতুন উপজেলার সাথে না যাওয়ার জন্য সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করে আন্দোলন শুরু করেছেন। তাদের দাবি মির্জাপুরে আছি মির্জাপুরেই থাকতে চাই।