টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি তানজীল গ্রেফতার

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০২:১৯ পিএম, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ | ১২১৮

টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজীলকে গ্রেফতার করেছে পুলিশ। এক আওয়ামী লীগ নেত্রীর ছেলের ওপর হামলার অভিযোগে হওয়া মামলায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের থানা পাড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্র জানায়, গত ৯ জুলাই শহরের ভিক্টোরিয়া রোডে শহর ছাত্রলীগের সদস্য ফাহিম খান ওরফে দ্বীপ সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনায় ফাহিম খানের মা শহর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক শাহিন আরা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। ওই মামলায় মীর ওয়াছেদুলকে প্রধান আসামি করা হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ফাহিম খানের ওপর হামলার ঘটনার মামলায় ছাত্রলীগ নেতা ওয়াছেদুলকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।