দিনাজপুরের বীরগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন


চ্যানেল এস এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক জয় মহন্ত অলকের উপর পীরগঞ্জ ও ঠাকুরগাঁও সদর থানায় দুটি মিথ্যা মামলার প্রত্যাহার এবং বাদী সাক্ষী সহ সহ যোগিতাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর রোববার দুপুরে বীরগঞ্জ উপজেলা রোডস্থ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ রফিক, বাংলাদেশ আওয়ামী লীগের বীরগঞ্জ উপজেলা শাখার কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন , সাবেক কাউন্সিলর কার্তিক ব্যানার্জি, দি বাংলাদেশ টুডে এর বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা , সাংবাদিক দশরথ রায় বাবুল, তোফিক রেজা, বিকাশ ঘোষ, প্রদীপ রায় জিতু, মো. মোজাম্মেল হক, মো. নাজমুল ইসলাম ও সাধারণ মানুষেরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও বাদী-সাক্ষীদের সহ যোগিতাকারি দের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার দাবি জানান। সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।