টাঙ্গাইলে অপ্পো মোবাইল শোরুমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৬ পিএম, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০ | ৫১৭

টাঙ্গাইলে অপ্পো মোবাইল শোরুমের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের কালিবাড়ী মোড়ে পৌরসভা মার্কেটে ফিতা ও কেক কেটে শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সিনিয়র জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি ও আজকের দেশবাসী পত্রিকার নির্বাহী সম্পাদক একরামুল হক খান তুহিন, নিউ এজ পত্রিকার জেলা প্রতিনিধি হাবিব খান, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি কামনাশীষ শেখরসহ অপ্পো মোবাইল কোম্পানীর কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল অপ্পো শোরেুর স্বত্ব্যাধিকারী নাবীদ আহম্মেদ শাহীন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শোরুম পরিদর্শন করেন।