সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা বিস্ফোরক মামলায় গ্রেফতার


বিস্ফোরক দ্রব্য আইনের মামলার সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান শুকুরকে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১২ সদস্যরা।
আজ বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানি র্যাব-১২, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।এর আগে মঙ্গলবার রাতে রেলওয়ে কলোনীর মার্কাস মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুকুর ওই এলাকার আলী আহমেদ মুন্সীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মার্কাস মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি শুকুরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল সেট ও ৪টি সিমকার্ড উদ্ধার করা হয়।