বিট পুলিশিং মাধম্যে বাঁচল এক দম্পত্তির সংসার


রংপুর জেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের বিট পুলিশিং এর মাধম্য সংসার বাঁচল এক দম্পত্তির।
জানা যায়, রংপুর জেলার সদর উপজেলার ফতেপুর এর মৃত এনন্দাদুলের ছেলে সুকুরানা (৪০) এর সাথে রংপুর সিটি কর্পোরেশন এর সিলিমপুর গ্রামের জলিল এর কন্যা সুলতানা (৩৫) এর সাথে প্রায় দশ বছর আগে বিবাহ হয়। এবং তারা বর্তমানে সুমি (৫) এর কন্যা সন্তানের জনক ও জননী। তাদের দম্পত্তি জীবনের সমস্যা জের ধরেই সংসার ভাঙ্গার পথে। একাধীক বার বিচার করা হলেও তাদের সংসার এর সমস্যার আর ঝগড়া লেগেই থাকতো ।
অবশেষে সদ্যপুস্করিনী ইউনিয়নের বিট পুলিশিং এর দ্বায়ীত্বরত অফিসার এএসআই আবুল কলাম আজাদ এর পদক্ষেপে সেই এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গদের নিয়ে শর্ত সাপেক্ষে দাম্পত্তিদের শর্ত নামায় স্বাক্ষর করে তাদের সমস্যার সমাধান করা হয়।
ছেলের বড় ভাই জানান, আমারা নিরাপক্ষ বিচার পাইছি। বিট পুলিশিং এর মাধ্যমে দালাল এর প্রলোচনা ছারাই আমারা বিচার পাইলাম। তিনি আরো জানান, বাংলাদেশ সরকারকে ধন্যবাদ বিট পুলিশিং সেবা চালু করার জন্য। এখানে সুষ্ঠ ও সঠিক বিচার পাওয়া যায় বলে দাবী করেন তিনি।
গণ্যমাণ্য ব্যাক্তি মহলের প্রতিনিধি হয়ে মহাবুল হোসেন (৬৫) জানান, আমরা এখন কম হয়রানী ছাড়াই সুষ্ঠ বিচার পাচ্ছি। এখানে দালাল এর প্রলোচনায় পরার কোন ভয় নাই দেখলাম। আবার পক্ষপাতি নাই । নির্পক্ষ ভাবে বিট পুলিশিং এর দ্বায়ীত্বরত অফিসারা বিচার এর কার্যক্রম পরিচলানা করছে। আমার খুব খুশি প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম চালু হওয়ায়। আর সেই সাথে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানুষের দোড়গোড়ায় পুলিশিং সেবা দান করার লক্ষে বিট পুলিশিং কার্যক্রম চালু করার জন্য। দিন দিন বিট পুলিশের উপর আস্থা বেড়েই চলছে এই রকম সুষ্ঠ আর নির্পক্ষ বিচার করা জন্য বলে দাবী সচেতন মহলের।