টাঙ্গাইলে আজও নতুন করে ৪৫ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০১ এএম, সোমবার, ২৪ আগস্ট ২০২০ | ৪৫১

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এদের মধ্যে টাঙ্গাইল সদরে ২৩ জন, ঘাটাইলে ৯ জন, ধনবাড়িতে ৬ জন, সখীপুরে ৩ জন, মধুপুরে ২ জন, মির্জাপুর ও গোপালপুরে একজন করে রয়েছেন।

সোমবার সকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ২৩৫৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৩৬জন। আরোগ্য লাভ করেছেন ১৬৪০ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫৬ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮২৪৯জন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।