টাঙ্গাইলে বন্যার্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৪ পিএম, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ | ৮৯৮

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের নিজস্ব অর্থায়নে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের বন্যার্তদের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

১৮ আগষ্ট মঙ্গলবার সকালে ইউনিয়ন পরষিদে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে এ খাদ্য বিতরণ করা হয়।

এসময় কাকুয়া ইউনিয়নের চরপৌলী,গোপালকেটলি,দেলদা.কাকুয়া,রাঙ্গাচিড়া গ্রামের ৫৫০টি পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সাত কেজি চাল, এক কেজি ডাল, দুই লিটার সয়াবিন তৈল, এক কেজি চিনি,এক কেজি লবণ ও এক কেজি সুিজ ।

ত্রাণ বিতরণকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারি এম এ রৌফ বলেন সাম্প্রতিক কোভিড-১৯ করোনা ভাইরাসের সময় আমরা আপনাদের পাশে ছিলাম বন্যার মাঝেও রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট আপনাদের পাশে আছে । দেশে যে কোন দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট আপনাদের পাশে থাকবে।

তিনি আরোও বলেন জেলায় ৮০০০ হাজার পানিবন্দী পরিবারকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। তারই অংশ হিসেবে আজ সদর উপজেলায় কাকুয়া ইউনিয়নে ৫৫০টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হল। আগামী দশ দিনের মধ্যেই টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় এ খাদ্য সামগ্রী বন্যার্তদেও পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।

টাঙ্গাইল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন বলেন করোনা ভাইরাসের সাথে সাথে জেলার সব নদ নদী পানির বৃব্ধির ফলে বন্যার কারণে প্রায় সব মানুষই কর্মহীন হয়ে পরেছে । প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের পর্যাপ্ত পরিমানে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। এর ধারাবাহিকতায় আজও আপনাদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ত্রাণ নিয়ে হাজির হয়েছে।

এসময় আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালক নরুল আমিন,টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খান, কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আলী জিন্নাহ,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের যুব প্রধান আলামিন প্রমুখ।।